📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তৃণমূলের অধ্যাপক সংগঠনের বৈঠক ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার। এক্স হ্যান্ডল পোস্টে নিন্দায় সরব কুণাল ঘোষ। ‘অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়ের সঙ্গে যাদবপুরে অসভ্যতা। যারা অসভ্যতা করল, তাদের চিহ্নিত করে রাখা দরকার। তৃণমূলের সৌজন্য মানে দুর্বলতা নয়। গায়ে হাত দেবে কেন? সীমা পার করলে উপযুক্ত জবাব দেওয়া উচিত’, এক্স হ্যান্ডল পোস্টে সরব কুণাল ঘোষ।
‘যাদবপুরে অসভ্যতা..’ ! এক্স হ্যান্ডল পোস্টে নিন্দায় সরব কুণাল ঘোষ

