কবে রটন্তী কালী পুজো?


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মাঘ মাসের চতুর্দশী তিথিতে এই পুজো হয়। অমাবস্যা তিথির একদিন আগে এই পুজো অনুষ্ঠিত হয়। রটন্তী কালীপুজোর এটাই মাহাত্ম্য। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে রটন্তী কালী পুজো পড়েছে ২৮ জানুয়ারি। চতুর্দশী তিথি আগের দিন ২৭ জানুয়ারি রাত্রি ৭টা ৪৪ মিনিট থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে ২৮ জানুয়ারি ৭ টা ৩১ মিনিটে।

error: Content is protected !!