📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শাসক ও বিরোধী – উভয় পক্ষের প্রতিনিধিরাই ওতপেতে বসে থাকেন একে অপরকে দোষ – ত্রুটি, গাফিলতিগুলিকে সামনে নিয়ে আসার জন্য। এবার বিধানসভায় শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের কীর্তি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভিডিও পোস্ট করেছেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি – সাংসদ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি Todays Story News.
কী রয়েছে সেই ভিডিওতে?
ভিডিওতে দেখা যাচ্ছে ভিডিয়ো কলে এক মহিলাকে ফ্লাইং কিস ছুঁড়ছেন নির্মল ঘোষ। এক্স হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট করে সুকান্ত মজুমদার লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো দেখা যাচ্ছে তা শুধু লজ্জাজনক নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে মহিলাদের অবস্থা নিয়ে প্রভূত আতঙ্ক তৈরি করে। এখানেই শেষ নয়। আসরে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তার দাবি অনুযায়ী, নির্মল ঘোষ যে মহিলাকে ভিডিও কলে উড়ন্ত চুমু ছুঁড়ছেন সেই মহিলা পেশায় বার ডান্সার।
ভিডিয়োর বর্ণনা দিয়ে সুকান্তবাবু লিখেছেন, ‘ভিডিয়োতে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে তিনি নির্মল ঘোষ। রাজ্য বিধানসভায় শাসকদলের মুখ্য সচেতক। এই নেতার প্রভাব ব্যবহার করেই প্রমাণ লোপাট করতে আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের দেহ বেআইনিভাবে দাহ করা হয়েছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী এই ধরণের নেতাদের দিয়ে রাজ্য চালাচ্ছেন। অবমাননাকর।’