📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:জালে ‘মাস্টারমাইন্ড’ মিনি ফিরোজ।গুলশন কলোনিতে তাণ্ডব, ১০ দিন পর জালে মূল অভিযুক্ত মিনি ফিরোজ। নয়াদিল্লির আজমেরি গেট এলাকা থেকে পাকড়াও মিনি ফিরোজ।নিউ দিল্লি থেকে মিনি ফিরোজকে আনা হচ্ছে কলকাতায়। মিনি ফিরোজকে কলকাতায় নিয়ে এসে পেশ করা হবে আদালতে।১১ সেপ্টেম্বর গুলশন কলোনিতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব।গুলশন কলোনির তাণ্ডবের ঘটনায় আগেই গ্রেফতার চার।এতদিন অধরা ছিল মূল অভিযুক্ত মিনি ফিরোজ।কলকাতা থেকে বিহার হয়ে দিল্লিতে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা!
গুলশন কলোনিতে তাণ্ডব, ১০ দিন পর জালে মূল অভিযুক্ত মিনি ফিরোজ
