বীরভূমে কি ক্ষমতার হাতবদল? ‘অনুব্রতর সঙ্গে থাকতে চাই না’, বলছেন অনুগামীরাই

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকব না’, বেসুরো অনুগামীদের একাংশ। IC-কে কুকথার জেরে অনুব্রত শিবিরে ভাঙন। পাল্লা ভারী হচ্ছে কাজল শেখের? বীরভূমে কি ক্ষমতার হাতবদল ? অনুব্রত মণ্ডল নয় কাজল শেখের ওপর আস্থা সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ও শাসক দলের কর্মীদের। প্রান্তিকে কাজল শেখের সঙ্গে সাক্ষাৎ সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ কয়েকজন তৃণমূল কর্মী ও স্থানীয় নেতৃত্বের। শাসক দলের প্রায় ১০০ জন নেতা-কর্মী দেখা করলেন কাজল শেখের সঙ্গে। অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকব না, এবার থেকে চলব কাজল শেখের নেতৃত্বে, প্রতিক্রিয়া উপপ্রধান সহ শাসক দলের নেতা-কর্মীদের।

‘অনুব্রত মণ্ডলের সঙ্গে থাকব না, এবার থেকে চলব কাজল শেখের নেতৃত্বে’, প্রতিক্রিয়া উপপ্রধান সহ শাসক দলের নেতা-কর্মীদের। সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ কয়েকজন তৃণমূল কর্মী ও স্থানীয় নেতৃত্ব-সহ প্রায় ১০০ জন কাজল শেখের সঙ্গে প্রান্তিকে দেখা করলেন তৃণমূলের দলীয় অফিসে।

error: Content is protected !!