রক্তে ভেসে যাচ্ছে, গলা-বুক! গুরুতর আহত প্রিয়াঙ্কা চোপড়া, কী হয়েছে অভিনেত্রীর?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গুরুতর আহত প্রিয়াঙ্কা। রক্তে ভেসে যাচ্ছে অভিনেত্রীর গলা বুক। কী হয়েছে তাঁর? জানেন?আসলে, এই মুহূর্তে জোরকদমে চলছে প্রিয়াঙ্কা চোপড়ার আসন্ন ছবি ‘দ্য ব্লাফ’-এর শ্যুটিং। মহিলা দস্যুদের গল্প এগোবে ছবি। অ্যাকশনে ভরপুর এই ছবিতে এক দস্যুর ভূমিকায় প্রিয়াঙ্কা। এই ছবির শ্যুটিং-এ গিয়েই চোট পান প্রিয়াঙ্কা। গলায় ক্ষতর দাগ এখনও স্পষ্ট। কার্ল আরবানের সঙ্গে এই ছবিতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা।

এদিকে আরও একটি কারণে, সময়টা ঠিক যেন ভাল যাচ্ছে না পিগি চপসের। বন্ধ হয়ে যাচ্ছে প্রিয়াঙ্কার রেস্তোরাঁ সোনা। ভারতীয় খাবারে আধুনিক ছোঁয়া দেওয়ার জন্য পরিচিত এই রেস্তোরাঁটির পার্টনারশিপ এক বছর আগেই ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী। ৩০ জুন বন্ধ হবে রেস্তোরাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *