📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:গঙ্গাসাগরের সেতু শিলান্যাসের মঞ্চ থেকে তিনি বলেন, ‘আমরা নিশ্চয় SIR-এ নাম তুলতে চাই। কিন্তু এরকম গায়ের জোরে কেন! সময় নিয়ে ২ বছর ধরে চলুক না। এ ভাবে ৮৫ বছরের মা, গর্ভবতী মহিলাকে শুনানিতে ডাকছেন কেন? ২ মাসে প্রায় ৭০ জন মারা গিয়েছে। অনেকে আত্মঘাতী হতে গিয়েছিল, হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তোমাদের হৃদয় কাঁদে না? বিয়ের পর অনেক মেয়ের পদবি পরিবর্তন হয়, সেটা গদর্ভগুলো বোঝে না। সিনহাকে সিংহ লেখা দিলে নাম কেটে দিচ্ছে। তোমাদের অন্যায়, অনাচার সবাই দেখছে। যতই চেষ্টা করুক না কেন বিজেপি, মিলবে না জিলিপি।’
SIR ইস্যুতে ফের নিশানায় মুখ্যমন্ত্রীর নিশানায় BJP

