📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নামেই ‘মহাগটবন্ধন’, আসনরফা শিকেয়। বিহারে আলাদা ভাবেই প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস, আরজেডি, আপ, সিপিআই-সহ ইন্ডিয়া জোটের দলগুলি। এমনকী পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আসন্ন নির্বাচনে ১২টি আসনে জোটের দলগুলি একে অপরের বিরুদ্ধে লড়ছে। এই অবস্থায় কটাক্ষ করছে শাসক জোট এনডিএ। বিরোধী পক্ষের ফাটল নিয়ে ব্যঙ্গ করলেন লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসোয়ান। চিরাগ বলেন, ‘মহাগটবন্ধন’ ভার্সেস ‘মহাগটবন্ধন’!
বিহারে ১২ আসনে ‘মহাগটবন্ধন’ ভার্সেস ‘মহাগটবন্ধন’! বিরোধী জোট নিয়ে কটাক্ষ চিরাগের

