📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অভিষেক: ২০২১-এ বলেছিলাম ‘খেলা হবে’। এ বার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে। আমরা আত্মসমপর্ণ করব না। দরকার হলে সংসদে আমরা সবাই বাংলায় কথা বলব।
অভিষেক: আপনারা সবাই দেশের নাগরিক। দেশের নাগরিকের ছাড়পত্র প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন দেবে না। এই মাটি আমার, আপনার।
অভিষেক: তৃণমূল জিতছেই, এ রকম ভেবে আত্মতুষ্টিতে ভুগবেন না। আমাদের সবাইকে লড়তে হবে।
গলায় জোর নিয়ে বলুন —দিল্লিতে যেন কম্পন অনুভূত হয়। জয় বাংলা!

