Homeরাজ্য‘২৬-এর আগে বীরভূমে ফের তৃণমূলে ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপিতে ১৫০ পরিবার ‘২৬-এর আগে বীরভূমে ফের তৃণমূলে ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপিতে ১৫০ পরিবার June 5, 2025June 5, 2025Editor 📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২৬-এর আগে বীরভূমে ফের তৃণমূলে ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ সাঁইথিয়ার ১৫০ পরিবারের। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপিতে যোগদান।
সিসিটিভিতে সঞ্জয় রায়-সহ অন্যদের দেখা গেলেও, বাকিদের চিহ্নিত করা হল না কেন? প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসদের 📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবার রায় ঘোষণার পরই শিয়ালদা আদালত চত্বর মিছিল করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট-সহ চিকিৎসক…
একদিনে দেড় শতাধিক বিজয়া সম্মিলনী তৃণমূলের 📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিজয়া সম্মিলনীকে হাতিয়ার করে শুরু হয়েছে তৃণমূলের ক্ষত মেরামতির কাজ। দলের অন্দরে কিংবা সাধারণ মানুষের…
জাজপুরে সেতু থেকে পড়ে গেল কলকাতাগামী যাত্রীবাহী বাস নিজস্ব সংবাদদাতা, Todays Story:ওড়িশা থেকে কলকাতায় আসছিল। জাজপুরে সেতু থেকে পড়ে গেল যাত্রীবাহী বাস! এখনও পর্যন্ত মৃত ৫। আহত কমপক্ষে…