ভূস্বর্গে ‘অপারেশন পিম্পল’, খতম ২ জঙ্গিশনিবার সাতসকালে জম্মু-কাশ্মীরের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কুপওয়ারাতে দুই জঙ্গিকে খতম করল সুরক্ষা বাহিনী। সন্ত্রাস দমনে ‘অপারেশন পিম্পল’ চালু করা হয়েছিল। সেই অপারেশনের আওয়ায় এই দুই দুষ্কৃতীকে খতম করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সার্চ অপারেশন শুরু করেছে সুরক্ষা বাহিনী