📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  কসবা ল’ কলেজের ছাত্রীকে কলেজের ভিতরে নারকীয় গণধর্ষণের প্রতিবাদে আজ কলকাতার গোলপার্কে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক , মাতৃশক্তিদের সঙ্গে হাতে প্ল্যাকার্ড ও মশাল নিয়ে বিশাল “কন্যা সুরক্ষা যাত্রায়” অংশগ্রহণ করে রাজ্যের দিকে দিকে নারীদের ওপর নির্মম নির্যাতনের ঘটনার কথা স্মরণ করিয়ে কসবা ‘ল’- কলেজের ছাত্রীর গণধর্ষণের বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানিয়ে তোলামূলের ভাইপোর দায়িত্বপ্রাপ্ত ধর্ষণকারীদের কঠোরতম শাস্তির দাবি এবং রাজ্যের কন্যাদের সুরক্ষার দাবিতে সরব হয়ে আইনশৃঙ্খলার চরম অবনতি নিয়ে হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়র সরকারের উৎখাতের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
 
মশাল হাতে ‘ কন্যা সুরক্ষা ‘ যাত্রায় শুভেন্দু
			
