📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ (Abdul Hamid, ex-President of Bangladesh) দেশে ফিরে এসেছেন। টানা দশ বছরের একমাত্র সাবেক এই রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধাকে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Md Yunus, Chief Advisor to Bangladesh) জেলে পাঠাবেন কি না তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছ। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দিয়েছে বাংলাদেশ পুলিশ। আওয়ামী লিগ সুত্রের খবর, মিথ্যা মামলায় নাম আছে শেখ হাসিনা-সহ দলের শীর্ষ নেতাদেরও।
আশি বছর বয়সি প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ ক্যানসারে আক্রান্ত (a cancer patient)। তাঁর শরীরের ওজন অর্ধেক হয়ে গিয়েছে। ফলে প্যান্ট, শার্ট পরার অবস্থা নেই। কারও সাহায্য ছাড়া এক মিনিটও দাঁড়াতে পারেন না। শারীরিক কারণে লুঙ্গি ও ফতুয়া পরে গত ৮ মে ব্যাংককে চিকিৎসা করাতে যান। যদিও সরকারি মহল এবং মহম্মদ ইউনুসের অনুগত ছাত্ররা রটিয়ে দেয় হামিদ চেহারা আড়াল করে দেশ ছেড়েছেন।
দেশে ফিরলেন হামিদ, হাসিনা ঘনিষ্ঠ সাবেক রাষ্ট্রপতিকেও মিথ্যা মামলায় জেলে ঢোকানো হতে পারে
