বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে তরুণ পরিচালকদের পাশে Todays Story

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  আগামীকাল ২৩ মে থেকে SRFTI তে শুরু হচ্ছে Bengal Short Film Festival 2025, Todays Story র ব্যবস্থাপনায় এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এ ৩৫ বছরের নীচে তরুন উদীয়মান পরিচালক ও পরিচালিকাদের নির্মিত ছোট ছবিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেরা ছবির জন্য রয়েছে পুরস্কার ও। তার আগে ২১ মে প্রেস ক্লাবে প্রেস মিট এর আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বেঙ্গ সর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ এর ফেস্টিভ্যাল ডিরেক্টর তথা Todays Story-র অ্যাসোসিয়েট ডিরেক্টর নূপুর রায়, চিফ প্যাটার্ন ডঃ রাজীব শীল, পরিচালক অভিনেতা কৌশিক গাঙ্গুলী, অভিনেত্রী দেবলীনা দত্ত , পিঙ্কি ব্যানার্জি , অভিনেতা প্রদীপ ভট্টাচার্য , সায়ক চক্রবর্তী সৌম্য ব্যানার্জি।