📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আনন্দই হল দুঃখের কারণ| নিজের জন্মদিনে কাছের তিন বন্ধুকে ডেকে একদম ছোটখাটো একটি সেলিব্রেশনের আয়োজন করেছিলেন বছর ২৩-এর কার্তিক | ঘরোয়া খাওয়া দাওয়ার আয়োজন ছিল | কিন্তু কে জানত, নিজের বন্ধুরাই জন্মদিনকেই মৃত্যুদিনে পরিণত করবে? অভিযোগ পার্টিতে মদ, বিয়ারের আয়োজন কম থাকায় যুবককে বহুতলের ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তিন বন্ধু |
ঠাণের উল্লাসনগর বাসিন্দা, ২৩ বছরের কার্তিক ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় | পরিবার সূত্রে খবর, পার্টিতে মদ কম থাকায় বিবাদ শুরু হয়| তিন বন্ধুর সঙ্গে শুরু হয় হাতাহাতিও | এর পরেই বন্ধুকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে পালিয়ে যায় তিন বন্ধু |পরে, ২৩-২৪ বছর বয়সি তিন অভিযুক্ত ধীরজ যাদব, নীলেশ ক্ষীরসাগর এবং সাগর কালেকে ধরে ফেলে পুলিশ|