📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, ‘তৃণমূলের সবাই চোর আর তোমরা সব সাধু? পরিবারতন্ত্র না কি মানে না। নিজে তো চায় না ওঁর ছেলে মার খাক। রোদে ঘুরুক। সে শুধু আন্তর্জাতিক পদে থেকে কোটি কোটি টাকা কামাবে। নিজের ছেলের ব্যাপারে দুধে-ভাতে থাক, অন্যেরা গোল্লায় যাক।’
নিজের ছেলের ব্যাপারে দুধে-ভাতে থাক, অন্যেরা গোল্লায় যাক: মুখ্যমন্ত্রী

