
📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীন ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটির উদ্যোগে সম্প্রতি আয়োজিত হল তৃতীয় রাজ্য স্তরীয় রেড রান ১০ কিমি ম্যারাথন ও ৫ কিমি ওয়াকাথান। অনুষ্ঠানটির সূচনা করেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের বিশেষ সচিব ইউনি স ঋসিন ইসমাইল ও স্বাস্থ্য পরিষেবা দফতরের ডিরেক্টর ডঃ স্বপন সোরেন।
