📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ১ এপ্রিল মালদায় SP অফিস অভিযানের ডাক সুকান্তর। মালদার মোথাবাড়ি যাওয়ার পথে সুকান্তকে আটকাল পুলিশ। মোথাবাড়ির ৩ কিমি আগে বিজেপি রাজ্য সভাপতিকে আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে বচসা সুকান্ত মজুমদারের। এবার মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন, জয় শ্রীরাম স্লোগান দেবেন বললেন তিনি।
১ এপ্রিল মালদায় SP অফিস অভিযানের ডাক সুকান্তর
