📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিজেপি কর্মী খুনের ঘটনায় শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর করল সিবিআই। কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল। সংবাদ সংস্থা পিটিআইকে এই কথা জানিয়েছেন সিবিআই আধিকারিক।
জানা গিয়েছে, শাহজাহান-সহ ২৫ জনের বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই। খুন, তথ্য প্রণাম লোপাট, দাঙ্গা, অস্ত্র নিয়ে দাঙ্গা এবং যা ব্যবহারের ফলে মৃত্যু, বেআইনি জমায়েত, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা, অপহরণ, অনুমতি ছাড়া অন্যের বাড়িতে প্রবেশ- এই সমস্ত ধারাতে মামলা রুজু হয়েছে। সূত্রের দাবি, হাই কোর্টের নির্দেশের পর বসিরহাট আদালত থেকে মামলার সমস্ত নথি সংগ্রহ করে সিবিআই। তারপর এফআইআর করল তারা।
জানা গিয়েছে. ২০১৯ এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে সন্দেশখালির ভাঙ্গিপাড়ায় রাজনৈতিক অশান্তি চলছিল। ৮ জুন সেই আবহে সন্দেশখালিতে একই পরিবারের দুই বিজেপি কর্মী খুনের অভিযোগ ওঠে। এখনও পর্যন্ত ওই পরিবারের একজন নিখোঁজ। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। অভিযোগ, দুই বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলকে গুলি করে খুন করা হয়। মাথায় গুলি লেগে মৃত্যু হয় কায়ুম আলি মোল্লা নামে এক তৃণমূল কর্মীরও। অপর দিকে, বিজেপি কর্মীর পরিবারের সদস্য দেবদাস মণ্ডল নিখোঁজ রয়েছেন। সে সময় মৃতদের পরিবারের তরফে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগে সন্দেশখালির বেতাজ বাদশাহ শেখ শাজাহানের নাম থাকলেও, পরে যখন মামলা সিআইডি হাতে নেয় এবং আদালতে চার্জশিট পেশ হয়, তখন দেখা যায় শাহজাহানের নামই বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঘটনার চার বছর পর সিবিআই চার্জশিটকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন মৃতার স্ত্রী পদ্মা মন্ডল। সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
শেখ শাহজাহানের বিরুদ্ধে FIR, বিজেপি কর্মী খুনে তদন্ত শুরু সিবিআইয়ের
