শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হেলথ অর্গানাইজেশনের উদ্যোগে শ্রদ্ধার্ঘ্য অর্পণ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে আজ ভারত মাতার অন্যতম কৃতী সন্তান ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর ভবানীপুরের বাসভবনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

সংগঠনের সদস্যরা প্রতি বছর এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক শ্রী অমিতাভ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী দিতিয়া কর, রূমা নন্দন, প্রীতম সরকার, মৃণাল বিশ্বাস সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ, দেশপ্রেম এবং সমাজসেবার ভাবনা আজও সকলের জন্য অনুপ্রেরণা। তাঁর দেখানো পথ অনুসরণ করেই সংগঠন মানুষের সেবায় কাজ করে চলেছে।

অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে স্বাস্থ্য, শিক্ষা ও সমাজকল্যাণমূলক কাজে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

error: Content is protected !!