“বাবা, তুমি আমায় বাদ দিতে বললে?”—মেয়ের কেরিয়ারের শুরুতেই কঠোর সিদ্ধান্তে রঞ্জিত মল্লিক!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  স্টারকিড মানেই সুযোগের সিঁড়ি? অনেকের কাছে তা সত্যি হলেও রঞ্জিত মল্লিক চাননি তাঁর মেয়ে কোয়েল মল্লিক সেই সুবিধা নিয়ে এগিয়ে যান। বরং কেরিয়ারের একেবারে শুরুতেই মেয়েকে নিয়ে পরিচালক হরনাথ চক্রবর্তীর কাছে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন—“ও পারলে কাজ করুক, না পারলে অন্য কাউকে নেবেন।”

ঘটনাটি ‘নাটের গুরু’ ছবির সময়কার। এই ছবিতেই ডেবিউ করেছিলেন কোয়েল। পরিচালক হরনাথ চক্রবর্তী যখন কোয়েলকে নেন, তখন রঞ্জিত মল্লিক বলেন, “হর, দু’দিন দেখুন। যদি বুঝতে পারেন মেয়েটা টানতে পারছে না, তবে সরিয়ে দিন। অনেক টাকা খরচ হয় একটা ছবিতে।” এমনকি মেয়েকেও বলেছিলেন, “প্রথম এক-দুটো ছবিতে লোকে আসবে আমার নাম শুনে। কিন্তু তৃতীয় ছবি থেকে নিজের জোরে টিকে থাকতে হবে। বাবা-টাবা দিয়ে চলবে না।”

এই কথা শুনে প্রথমে কোয়েল হতবাক। তিনি নাকি বলেছিলেন, “বাবা, তুমি আমায় বাদ দিতে বললে?” কিন্তু রঞ্জিত মল্লিকের যুক্তি ছিল বাস্তবের মাটিতে দাঁড়িয়ে। একজন অভিভাবক হিসেবে যেমন চিন্তা, তেমনি একজন সিনিয়র অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রির প্রতি দায়িত্ববোধও।

আজ কোয়েল মল্লিক নিজের অভিনয় ও পরিশ্রম দিয়ে টলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। কিন্তু তাঁর এই সফরের শুরুতে বাবার কঠিন শর্ত যে ছিল মাইলস্টোন হয়ে, তা বলাই বাহুল্য।

error: Content is protected !!