এক সীমান্ত দুই শত্রু, অপারেশন সিঁদুর ঠেকাতে পাকিস্তানকে রিয়েল টাইম সাহায্য করেছিল চিন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অপারেশন সিঁদুর (Operation Sindoor) চলাকালীন ভারতীয় বাহিনী পাকিস্তান (Pakistan) ও চিনের (China) যৌথ আঘাতের মুখে পড়েছিল বলে জানাল নয়াদিল্লি। অপারেশন সিঁদুরের মোকাবিলায় পাকিস্তানের সামরিক অভিযানে সাহায্য করছিল বেজিং। শুক্রবার এই বিস্ফোরক তথ্য জানিয়ে সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ (ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেন্যান্স) লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ বলেন, চিন সরাসরি রিয়েল টাইমে তথ্য ও সামরিক সহায়তা দিচ্ছিল পাকিস্তানকে।

ফিকির (FICCI) এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল সিংহ জানান, “একটি সীমান্ত, কিন্তু দুই শত্রু—এটাই ছিল অপারেশন সিঁদুর থেকে ভারতের সবচেয়ে বড় শিক্ষা। পাকিস্তান ছিল সামনের মুখ, আর তার পিছনে ছিল চিনের প্রযুক্তিগত ও তথ্যভিত্তিক সহায়তা।”

তিনি বলেন, “আমাদের ডিজিএমও স্তরের আলোচনার সময়ে পাকিস্তান বলছিল, তারা জানে আমাদের গুরুত্বপূর্ণ ভেক্টর প্রস্তুত আছে। ওরা সেটা তখনই টানতে বলছিল। মানে ওরা সরাসরি চিন থেকে লাইভ ইনপুট পাচ্ছিল।”

সিংহ আরও দাবি করেন, গত পাঁচ বছরে পাকিস্তানের ৮১ শতাংশ সামরিক সরঞ্জাম এসেছে চিন থেকে। শুধু তাই নয়, চিন এই সুযোগকে ‘লাইভ ল্যাব’-এর মতো ব্যবহার করছে—নিজেদের অস্ত্র পরীক্ষা করছে অন্য দেশের বিরুদ্ধে।

চিনের কৌশলগত অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে জেনারেল সিংহ ‘থার্টি-সিক্স স্ট্র্যাটেজেমস’-এর একটি কৌশলের উল্লেখ করেন—“borrowed knife to kill”—মানে নিজের হাতে না লড়ে অন্যকে দিয়ে কাজ করানো। তাঁর কথায়, “চিন নিজে সংঘাতে না জড়িয়ে, প্রতিবেশী পাকিস্তানকে দিয়ে ভারতের উপর আঘাত হানতে চাইছে।”

error: Content is protected !!