মনমোহনের প্রয়াণে গভীর শোক প্রকাশ মোদীর


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে মানুষ দিল্লির এইমস হাসপাতালের সামনে ভিড় করতে শুরু করেন। চলে আসেন প্রিয়াংকা গান্ধি, সোনিয়া গান্ধি, বিজেপির সভাপতি জেপি নাড্ডা। মনমোহন সিংয়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্স হ্যান্ডলে বলেন, ‘অন্যতম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল দেশ। খুব সাধারণ অবস্থা থেকে বড় হয়ে তিনি বিশিষ্ট অর্থনীতিবিদের স্থান অর্জন করেছিলেন। ভারতের আর্থিক নীতির উপর তিনি গভীর ছাপ রেখে গেছেন। প্রধানমন্ত্রী হিসেবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন।’

error: Content is protected !!