📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের চকওয়ালের এক ছোট্ট গ্রাম। নাম তার গাহ। এ গ্রামের একটি প্রাথমিক স্কুলকে গোটা পাঞ্জাবের মানুষ এক নামে চেনে। সে স্কুলের দেওয়ালে টাঙানো রয়েছে পাকিস্তানের তিন আইকনের ছবি—প্রথমজন মহম্মদ ইকবাল, যিনি লিখেছিলেন, ‘সারে জাঁহাঁ সে আচ্ছা’; দ্বিতীয়জন তাদের জাতির জনক মহম্মদ আলি জিন্নাহ, আর আব্দুল কাদির খান, পাকিস্তানের পারমাণবিক শক্তিধর করে তোলার নেপথ্যে ছিলেন যিনি। এই তিন জনের ছবি যেন পাকিস্তানের স্বপ্ন আর আদর্শের প্রতীক।
তবে সেই স্কুল উজ্জ্বল এক প্রাক্তন ছাত্রের নামের জন্য। স্কুলের পুরনো ছাত্রছাত্রীর রেজিস্ট্রার খুঁজে পাওয়া গিয়েছে একজন ছাত্র—রোল নম্বর ১৮৭: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং (Manmohan Singh)।
এই গাহ গ্রামেই মনমোহন সিংয়ের জন্ম। এখানেই শৈশব কাটিয়েছেন দশ বছর বয়স পর্যন্ত। এখন এই গ্রাম পরিচিত তাঁর স্মৃতিতে। স্কুলের নতুন নামকরণ করা হয়েছে ‘মনমোহন সিং প্রাথমিক বিদ্যালয়’। কাদামাটির বাড়ি আর ইটের গাঁথুনির এই ছোট্ট গ্রাম আজও সাক্ষী হয়ে রয়েছে দুই দেশের বিভাজনের ইতিহাস আর মিলনের ছোট ছোট চেষ্টার।