📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতা চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে দেখানো হল সঞ্জীব দে পরিচালিত ছবি ‘জগন’। যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন সুব্রত দত্ত। বিশেষভাবে সক্ষম ‘জগন’-এর ভূমিকায় সুব্রতর অভিনয় ইতিমধ্যেই কিফ-এ বহুল প্রশংসিত হয়েছে। ঢাকা চলচ্চিত্র উৎসব এই ছবিকে ফিরিয়ে দিলেও ফেরায়নি কলকাতা।
জগনের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুব্রত দত্ত। বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষ হিসেবে জগনের চরিত্রটি দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন তিনি। জগন আর জগনের ভাইকে নিয়ে এগিয়েছে চিত্রনাট্য। জগনের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন দেবাশিস মণ্ডল। যার নাম বিশু। বিশুকে ছাড়া জগনের চরিত্রটি হয় না ৷ আবার জগনকে ছাড়াও বিশুর চরিত্রটি মূল্যহীন। ছবিটির জন্য দীর্ঘ দুই থেকে আড়াই মাস নখ কাটতে পারেননি সুব্রত দত্ত। প্রথমে চরিত্রটি পেয়ে সাফ ‘না’ বলে দিয়েছিলেন অভিনেতা। কেন না এতদিন চুল, নখ না কেটে থাকা সম্ভব না। পরে গল্প শুনে রাজি হন।
ছবির কাহিনী অনুসারে, ডাউন সিন্ড্রোমে আক্রান্ত জগন। মা ছাড়া সকলেই তাকে ‘পাগল’ ভাবে। কয়েকটা অস্পষ্ট শব্দ আর প্রকৃতি— এই নিয়েই তার জগৎ। হরিনাম সংকীর্তনে শান্তির খোঁজ করে জগন। চলতি বছর ‘কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্মস’ বিভাগে মনোনীত ‘জগন’ ছবিতে এমনই এক ব্যক্তিকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। সবমিলিয়ে জগনের মতো একটা চ্যালেঞ্জিং চরিত্রের জন্য যে কম পরিশ্রম করতে হয়নি ক্যামেরার সামনে থেকে পিছনের লোকেদের তা বলাই বাহুল্য।