📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: একান্ন পীঠের অন্যতম দেবী ত্রিপুরেশ্বরী মন্দির। কালীপুজো উপলক্ষ্যে মন্দিরে ভক্তের ঢল ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরের মাতারবাড়ির মন্দিরে। কথিত আছে, এখানে সতীর ডান পায়ের গোড়ালি পড়েছিল। ৫২৩ বছরের পুরনো ত্রিপুরেশ্বরী মন্দির ঘিরে প্রতিবার দীপাবলি উৎসব ও মেলার আয়োজন করা হয়। ত্রিপুরার মহারাজা মহারাজা ধন্য মাণিক্য ১৫০১ সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন। বর্তমানে মন্দিরের প্রধান সেবায়েত গোমতীর জেলাশাসক। তবে পুজোর অর্ঘ্য থেকে আহুতি সব কিছুই হয়, রাজপরিবারের বর্তমান প্রতিনিধি প্রদ্যুৎকিশোর দেববর্মনের নামে।