রাহুলকে ‘শিশু’ খোঁচা মোদীর!


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বক্তৃতায় পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় বলেন, ‘সহানুভূতি পাওয়ার জন্য নতুন নাটক শুরু হয়েছে। একটা উপাখ্যান বলি। একটি শিশু স্কুল থেকে এসে জোরে জোরে কাঁদতে থাকে। ওর মাও ভয় পেয়ে গেল, কি হল? বলতে লাগলেন, মা, স্কুলে মার খেয়েছি। কিন্তু বলেনি যে সে অন্য কোনও শিশুর মাকে গালি দিয়েছেন বা শিক্ষককে চোর বলেছেন। গতকাল সংসদে একই শিশুসুলভ আচরণ দেখা গেছে।’