৭২ ঘণ্টার মধ্যে ৭০ ফুটের ব্রিজ তৈরি! বন্যা বিধ্বস্ত সিকিমে কামাল করল ভারতীয় সেনা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রবল বৃষ্টি, তার সঙ্গে বন্যা। পরিস্থিতি একদমই ভাল নয় সিকিমের। জায়গায় জায়গায় ধস নেমেছে, সড়কপথ ক্ষতিগ্রস্ত। সেই কারণে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছিল। এই অবস্থায় ভারতীয় সেনা যুদ্ধকালীন তৎপরতায় ব্রিজ তৈরি করল। ৭০ ফুটের এই সেতু তৈরি করতে তারা সময় নিল মাত্র ৭২ ঘণ্টা।

একনাগাড়ে বৃষ্টির জন্য উত্তর সিকিমের একেবারে লন্ডভন্ড অবস্থা। ডিকচু থেকে শুরু করে লাচুং, লাচেন, চুংথাম সহ বহু জায়গায় বেশিরভাগ রাস্তায় ধস নামার কারণ সাধারণ জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে। পর্যটকরাও সমস্যায় পড়েন কারণ তাঁরা আর ফিরতে পারছিলেন না। বলা যায়, উত্তর সিকিম এক বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছিল। এই সমস্যার সমাধানে আসরে নেমেছিল ভারতীয় সেনা। ত্রিশক্তি কর্পসের সেনা ইঞ্জিনিয়াররা গ্যাংটকের ডিকচু-সাঙলাং রোডে একটি ৭০ ফুটের ব্রিজ তৈরি করেছে। আর ব্রি তৈরিতে তারা সময় নিয়েছে মাত্র তিনদিন অর্থাৎ ৭২ ঘণ্টা।

error: Content is protected !!