📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ইন্ডিগো CEO পরিষেবা স্বাভাবিক হয়ে যাওয়ার দাবি করলেও বুধবার এখনও অব্যাহত উড়ান বিভ্রাট। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে যাত্রীরা। কিছু উড়ান বাতিল। কিছু উড়ানে বিলম্বেরও অভিযোগ যাত্রীদের।
দিল্লি বিমানবন্দরে ভোগান্তিতে IndiGo-এর যাত্রীরা, অব্যাহত উড়ান বিভ্রাট

