ডেটাবেসে থাকা মৃত ভোটারদের তালিকা ফের যাচাইয়ের নির্দেশ কমিশনের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এবার মৃত ভোটারের তালিকা তৈরি নিয়ে জেলাশাসক ও ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সতর্কবার্তা কমিশনের। ডেটাবেসে থাকা মৃত ভোটারদের তালিকা ফের যাচাইয়ের নির্দেশ। ERO ও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের যাচাইয়ের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। মৃত ভোটারদের তালিকা নিয়ে CEO-দের ফের ৭ দফা নির্দেশ। গ্রাম পঞ্চায়েত ও পুরসভাগুলির রেজিস্টারে থাকা মৃতদের নাম খতিয়ে দেখার নির্দেশ। LIC, BANK, CO OPERATIVE BANK-এ থাকা মৃতদের নথিবদ্ধ নাম খতিয়ে দেখার নির্দেশ। রাজ্যের সমব্যাথী, বার্ধক্য ভাতা, কৃষক প্রকল্প দেখে মৃতদের তালিকা দেখার নির্দেশ। খাদ্য দফতরে জমা পড়া রেশন কার্ড খতিয়ে দেখার নির্দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *