📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত কয়েক বছর ধরেই ঋণে জর্জরিত পাকিস্তান। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ)-এর থেকে ঋণ নিশ্চিত করার জন্য পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-কে বিক্রি করার পথে হাঁটতে পারে ইসলামাবাদ, সূত্রের খবর এমনটাই। তাৎপর্যপূর্ণ ভাবে, সরকারি এই সংস্থা কেনার বিষয়ে এখনও পর্যন্ত চারটি সংস্থা আগ্রহ দেখিয়েছে। আর এর মধ্যে রয়েছে পাকিস্তানের সেনা নিয়ন্ত্রিক ‘ফৌজি ফাউন্ডেশন’। সে ক্ষেত্রে কি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স সেনার অধীনে চলে যাবে? উঠছে প্রশ্ন।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বিক্রির পথে ইসলামাবাদ

