📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:গুজরাটের ভোটার তালিকায় ১৭ লক্ষেরও বেশি মৃত ভোটার। সেই সব নাম এখনও বাদ দেওয়া হয়নি। দিব্যি রয়েছে ভোটার তালিকায়। বিশেশ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় উঠে এসেছে এই তথ্য। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর একটি বিবৃতিতে এমনটাই জানিয়েছেন।
গুজরাটে ১৭ লক্ষেরও বেশি মৃত ভোটার, সামনে এল SIR-এ

