কলকাতা থেকে শনিবারের ১০টা ফ্লাইট আজই বাতিল ঘোষণা করে দিল ইন্ডিগো

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দেশজুড়ে কার্যত অচলাবস্থায় ইন্ডিগোর (IndiGo) বিমান পরিষেবা। শতাধিক বিমান বাতিল হয়েছে, বহু বিমান দেরিতে উড়ছে, নাকাল হতে হচ্ছে যাত্রীদের। এর মধ্যেই কলকাতা বিমানবন্দরে শনিবারে আসা-যাওয়ার ১০টি বিমান বাতিলের ঘোষণা করল বিমান সংস্থা (IndiGo flight cancellation)। এরফলে পরিষেবায় ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার ইন্ডিগোর মোট ১০টি বিমানের কলকাতায় আসা-যাওয়া বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের ( Airports Authority of India) পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি ও নাগপুর থেকে একটি করে বিমান-সহ মোট পাঁচটি কলকাতাগামী বিমান বাতিল করা হয়েছে। একইভাবে কলকাতা থেকে দিল্লিগামী একটি বিমান-সহ আরও পাঁচটি উড়ান বাতিল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *