প্রচুর সংখ্যক জাল লটারির টিকিট-সহ রায়নায় গ্রেপ্তার ১ জন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:পূর্ব বর্ধমানের রায়না বাসস্ট্যান্ডে অভিযান সিআইডির। প্রচুর সংখ্যক জাল লটারির টিকিট-সহ গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান আদালতে তোলা হয়। ধৃতের নাম রাজকুমার ঢালি ওরফে রাজু। সিআইডি ধৃতকে রায়না থানার হাতে তুলে দেয়।