📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৩ নভেম্বর ছিল বিশ্ব প্রতিবন্ধী দিবস । বিশেষ ভাবে সক্ষমদের অধিকার, সামাজিক মান ও তাদের কল্যাণ সুনিশ্চিত করতেই ১৯৯২ সাল থেকে প্রতি বছর জাতিসংঘের তত্ত্বাবধানে পালিত হয়ে আসছে দিনটি। সমাজে সচেতনতার প্রসার ঘটাতে শহরের বুকে International Day For Persons with Disabilities পর্যবেক্ষণ সহ এক সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করেছিল Nabajatak Child Development Centre ( NCDC), উক্ত অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল 𝗦𝗸𝗶𝗹𝗹𝗲𝗱𝗜𝗤 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗧𝗿𝘂𝘀𝘁 ও 𝗔𝗡𝘃𝗼𝗹𝗶𝗳𝗲 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻। এক ছাদের তলায় উপস্থিত ছিলেন পলিসি মেকার থেকে মডারেটর, সঙ্গে চিকিৎসকরা। প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে বিশেষভাবে সক্ষম শিশু থেকে ব্যক্তিরা সমাজের মূল অংশ হয়ে উঠুক, তারাও যে সমাজেরই অংশ সেই বার্তা ই উপস্থাপিত করেন বক্তারা। বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের এদিন হুইল চেয়ার প্রদান করা হয়। একদিকে যেমন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন NCDC র CEO বিশ্বজিৎ ঘোষ, ছিলেন NCDC র কনভেনর ডঃ অঞ্জন ভট্টাচার্য, NCDC র ডিরেক্টর ডঃ জুয়েল চক্রবর্তী ও ডঃ সুনীতা আগরওয়াল। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক ক্ষমতায়ন ও বিচার মন্ত্রকের প্রতিবন্ধী ব্যক্তি দফতরের কমিশনার ডঃ এস গোবিন্দরাজ, বিশিষ্ট চিকিৎসক ডঃ রমেন্দু হোম চৌধুরী, ডঃ তমাল লাহা, ডঃ কাঞ্চন মুখার্জি, মডারেটর ডঃ আশিস ভক্ত সহ আরো অনেকে।
International Day For Persons with Disabilities observed by NCDC

