📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে ‘আজীবনের জন্য’ সাসপেন্ড করল তৃণমূল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এ দিন বলেন, ‘দলের সঙ্গে হুমায়ুন কবীরের কোনও সম্পর্ক থাকবে না। ধর্ম নিয়ে যাঁরা বিভাজনের রাজনীতি করেন, তাঁদের সঙ্গে দল কোনও সম্পর্ক রাখবে না। ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি তৃণমূল বরদাস্ত করবে না।’ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ফিরহাদ।
হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল

