📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত ২৮ নভেম্বর গোবিন্দন কুট্টি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো স্বর ও জ্যোতি ফেস্টিভ্যাল। এদিন স্মরণ করা হয় প্রখ্যাত নাট্টুয়ঙ্গাম শিল্পী মোহন জি কুট্টিকে। তাঁর স্মৃতিকে সম্মান জানাতে বিভিন্ন নৃত্যদল অংশগ্রহণ করে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে।
অনুষ্ঠানে কালামণ্ডলাম কলকাতা উপস্থাপন করে গণিতা বিলাস এবং ই. ডি. আম আলারিপু। গণিতা বিলাস নৃত্যে কেন্দ্রবিন্দু ছিলেন সুপরিচিত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার তানিয়া দেওয়ানজি, যার দক্ষ উপস্থাপনা দর্শক-শ্রোতাদের গভীরভাবে মুগ্ধ করে।
এ ছাড়া কালাসঙ্গম নৃত্য ক্ষেত্র পরিবেশন করে তাদের বিশেষ নৃত্যনাট্য “ওঁমকারা”। তাল ও লয়ের নিখুঁত সমন্বয়ে সাজানো এই পরিবেশনায় অংশ নেন ঐন্দ্রিলা, সায়ন্তিকা, অভিসিক্তা, সর্বোজয়া, উদিতা, শ্রেয়া ও স্মৃতি। তাঁদের প্রত্যেকের নৃত্যদক্ষতা উপস্থাপনাকে আরও সমৃদ্ধ করে তোলে।
সারাক্ষণ জুড়ে প্রেক্ষাগৃহে বজায় ছিল সাংস্কৃতিক আবেগ, নৃত্যের শৈল্পিকতা এবং মোহন জি কুট্টির প্রতি গভীর শ্রদ্ধা। স্বর ও জ্যোতি ফেস্টিভ্যাল তাই হয়ে উঠেছে এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা।

