SIR-এ মৃতদের পরিবারকে ২ লক্ষ ও চিকিৎসাধীনদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য: মুখ্যমন্ত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,‘ SIR-এ দুঃখ, কষ্টে অনেকে মারা গিয়েছেন। আমি যতদূর জানি ৩৯ জন। তাদের জন্য আমি সমবেদনা জানাই। আমার অনেক BLO-রাও মারা গিয়েছেন। BLO-রা যারা মারা গিয়েছেন তাদের দুই পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। একজনকে বাকি। অনেকে আবার নিতেও চাই না। যারা চিকিৎসাধীন তাদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে। BLO-সহ ৩৯ জন মৃত। ১৩ জন চিকিৎসাধীন।’