📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সামনেই জন্মাষ্টমী। এমন দিনে মথুরা কিংবা বৃন্দাবনের দিকেই সবার নজর থাকে। কিন্তু দেশের এমনও এক জায়গা রয়েছে যেখানে ধুমধাম করে জন্মাষ্টমী পালিত হয়। নাথদ্বারা। মান্যতা, রাজস্থানের এই স্থানে শ্রীকৃষ্ণ শ্রীনাথজি রূপে অধিষ্ঠান করেন।
উদয়পুর শহর থেকে ৪৮ কিলোমিটার উত্তর-পূর্বে নাথদ্বারের অবস্থান। সেখানেই রয়েছে সাত ফুট লম্বা কৃষ্ণকায় শ্রীনাথজির মূর্তি। শোনা যায়, এই মূর্তি কেউ তৈরি করেননি। আপনাআপনিই এমন রূপ ধারণ করেছে। বল্লভাচার্য প্রতিষ্ঠিত পুষ্টিমার্গ বা শুদ্ধাদ্বৈত সম্প্রদায়ের প্রধান আরাধ্য দেবতা শ্রীনাথজি। রাজস্থানের পাশাপাশি গুজরাটের বৈষ্ণবদেরও আরাধ্য তিনি। শোনা যায়, বল্লভাচার্যের পুত্র বিট্টলনাথজি নাথদ্বারায় শ্রীনাথজির পূজার প্রচলন করেন। এও শোনা যায় যে, এই মূর্তি আসলে বৃন্দাবনের। তবে ঔরঙ্গজেবের হাত থেকে বাঁচাতে শ্রীনাথকে নিয়ে আসা হয় রাজস্থানে।