সায়রা -র পক্ষে প্রাক্তন সেনাকর্তা জামিরুদ্দিন শাহ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এখন ঘোর সঙ্কটে। সিপিএম ছাড়া প্রায় সব রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীরা কম – বেশি দুর্নীতি সংক্রান্ত বিষয়ে অভিযুক্ত। এই অবস্থা থেকে দেশকে বাঁচাতে হলে সাধারণ মানুষদের এগিয়ে আসা প্রয়োজন। ভারতের মতন গণতান্ত্রিক দেশের লোকসভা নির্বাচনে ভোটারদের কাছে সচেতনতার সঙ্গে ভোট দেওয়ার আহ্বান করলেন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক জামিরুদ্দিন শাহ।

বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী শায়েরা শাহ হালিমের সমর্থনে সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে, দেশের সামনে আজ বড় বিপদ। আর দুর্দিন থেকে দেশকে বাঁচাতে হলে দুর্নীতি মুক্ত, শিক্ষিত, সাধারণ মানুষের হয়ে কাজ করতে আগ্রহী তরুণ প্রার্থীদের পক্ষে ভোট দেওয়া জরুরি। শায়েরা শাহ হালিম অনেক দিন ধরেই মানুষের পাশে থেকে কাজ করছেন বলেও উল্লেখ করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও উপাচার্য আলীগড় বিশ্ব বিদ্যালয়।