📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তিনি মহাদেব। তিনি দেবাদিদেব। তিনি স্বয়ম্ভু। মহা শিবরাত্রিতে (2025 Shivratri) ভক্তি ভরে তাঁর উপাসনা করলে সংসার সুখের হয়। শুধু তাইই নয়, হিন্দুশাস্ত্র মতে, শিবরাত্রির দিন উপবাস করে চার প্রহরে শিবপুজো করলে পাপক্ষয় হয়, জীবনের সব সমস্যার সমাধান হয়।
শিবরাত্রির (2025 Shivratri) দিনটি কেন গুরুত্বপুর্ণ?
স্বভাবতই মনে প্রশ্ন জাগে,আমাদের ঠাকুরের আসনে তো শিবঠাকুর থাকেনই। প্রতিদিন তাঁর পুজো করি আমরা। সোমবার বাবার বার বলে ওই দিন বাবার পছন্দের ফুল মিষ্টি দিয়ে তাঁর আরাধনা করি। তাহলে মহাশিবরাত্রিতে (maha shivratri) এত নিয়ম মেনে মহাদেবের উপাসনার কারণ কী? কী মাহাত্ম্য এই তিথির?
পুরাণ মতে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব-পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য পার্বতী যে কঠোর তপস্যা করেছিলেন তা সিদ্ধিলাভ করে এবং দুজনের বিবাহ সম্পন্ন হয়। তাই শিবরাত্রির (shivratri 2025) দিনটিতে মহাদেবের আরাধনা করলে কার্যসিদ্ধি হবেই, এমনটা বিশ্বাস ভক্তদের।
আবার শাস্ত্র মতে,শিবরাত্রিতে (shivratri 2025) মহাদেব জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন। তাই দিনটি অত্যন্ত গুরুত্বপুর্ণ। নির্জলা উপবাস করে চার প্রহরে চারবার মহাদেবের পুজো করলে ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ হয়। তবে নির্জলা উপবাস তো সবার পক্ষে করা সম্ভব হয় না। তাঁরা ফলমূল,মিষ্টি, সরবত খেতে পারেন। তবে আগের দিন থেকে নিরামিষ খাবার খেতে হবে।