লিফটে আচমকাই ছুঁতে শুরু করে…’, অক্ষয়ের পশ্চাৎদেশে অশ্লীল স্পর্শ! থানায় ছোটেন অভিনেতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কে বলেছে শুধু নারীরাই নির্যাতনের শিকার হন? অপরাধের শিকার হতে পারেন পুরুষেরাও। অনেকে লজ্জায় বা ভয়ে চুপ করে থাকেন, আবার কেউ জোর গলায় করেন প্রতিবাদ। অক্ষয় কুমার তেমনই একজন, যিনি নিজের শৈশবের এক ভয়ংকর অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেছেন। উদ্দেশ্য একটাই— ভবিষ্যতে যেন বাবা-মায়েরা আরও সচেতন হতে পারেন।

অক্ষয় জানান, যখন তাঁর বয়স মাত্র ছয় বছর, তখনই এই ভয়াবহ ঘটনার শিকার হন তিনি। একদিন প্রতিবেশীর ফ্ল্যাটে যাওয়ার জন্য লিফ্টে একাই উঠেছিলেন অক্ষয়। সঙ্গে ছিলেন লিফ্টম্যান। কিন্তু যাঁকে বিশ্বাস করেছিলেন, তিনিই বেরিয়ে আসেন ভয়ংকর রূপে। আচমকাই অশালীনভাবে অক্ষয়কে স্পর্শ করতে শুরু করেন সেই ব্যক্তি।