📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কারণে ইতিমধ্যেই পূর্ব রেলের একাধিক ট্রেনের সময়সূচি বদল হয়েছে। বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন। আর এবার হাওড়া ও শালিমার থেকেও দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বদল ও বাতিল করা হয়েছে। রেল লাইন ও বিভিন্ন ধরনের রক্ষণাবেক্ষণের জন্য বেশ কতগুলি ট্রেনে সময় পরিবর্তন করার ঘোষণা করেছে পূর্ব রেলওয়ে। নিয়ন্ত্রণ করা হয়েছে রুটও ৷ মঙ্গলবার এই নির্দেশিকা জারি করেছে পূর্বরেল ।
ট্রেন নং ২০৯৭১: উদয়পুর-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস: ৮ মার্চ বাতিল করা হয়েছে।
ট্রেন নং ১৮০০৫: হাওড়া-জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস: ৯ মার্চ বাতিল করা হয়েছে।
ট্রেন নম্বর ১৮০৩৩ ও ১৮০৩৪ : হাওড়া-ঘাটশিলা-হাওড়া মেমু : ৯ মার্চ বাতিল করা হয়েছে।
ট্রেন নং ২০৯৭২: শালিমার-উদয়পুর সাপ্তাহিক এক্সপ্রেস : ৯ মার্চ বাতিল করা হয়েছে।
ট্রেন নং ১৮৬১৫: হাওড়া-হাতিয়া ক্রিয়া যোগ এক্সপ্রেস : ৯ মার্চ এবং ২২ মার্চ বাতিল করা হয়েছে।
ট্রেন নং ১৮০০৬: জগদলপুর-হাওড়া সম্বলেশ্বরী এক্সপ্রেস: ৮ মার্চ তারিখে বাতিল করা হয়েছে।
ট্রেন নং ১৮০১১ ও ১৮০১২: হাওড়া-চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস: ৮ এবং ২২ মার্চ ২০২৫ তারিখে বাতিল করা হয়েছে।
ট্রেন নং ১৮৬১৬: হাতিয়া-হাওড়া ক্রিয়া যোগ এক্সপ্রেস: ৮ এবং ২১ মার্চ বাতিল করা হয়েছে।
ট্রেন নং ১২৮৩৩: আহমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস : ২১ মার্চ বাতিল করা হয়েছে।
ট্রেন নং ২২৮৬২: কান্তভাজি – হাওড়া ইস্পাত এক্সপ্রেস: ২২ মার্চ বাতিল করা হয়েছে।
ট্রেন নং ২২৮৬১: হাওড়া-কাঁটাবাজি ইস্পাত এক্সপ্রেস : ২৩ মার্চ বাতিল করা হয়েছে।
ট্রেন নম্বর ১২৮৩৪ : হাওড়া-আহমেদাবাদ এক্সপ্রেস: ২২ মার্চ করা হয়েছে।
ট্রেন নম্বর ১২০২১ ও ১২০২২: হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস: ২২ ও ২৩ মার্চ বাতিল করা হয়েছে।