📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আজ, ৮ জানুয়ারি, মঙ্গলবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এদিকে আজ শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে সামান্য ওপরে। এদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস ওপরে। আজ কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। আর আকাশ বেলার দিকে মেঘহীন থাকবে। এদিকে আজ উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিঙ, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। এছাড়া আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোথাও কোনও বৃষ্টি হবে না। এই জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে।
আবারও তাপমাত্রা পতনের পূর্বাভাস পশ্চিমবঙ্গে
