📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রথম ভারতীয় মহিলা হিসেবে নর্থ চ্যানেল বা উত্তর প্রণালী জয় করলেন বঙ্গ সন্তান সায়নী দাস। ১৩ ঘণ্টা ২২ মিনিটে নর্থ চ্যানেল সম্পূর্ণ করেন তিনি। উত্তর প্রণালী জয়ের লক্ষ্যে শুক্রবার তিনি সাগরে ঝাঁপিয়েছিলেন।
ঝঞ্ঝাপূর্ণ উত্তর প্রণালী বা নর্থ চ্যানেল অভিযানের অনেক আগে থেকেই অনুশীলন শুরু করেন সায়নী। যদিও সায়নীর বাবা রাধেশ্যাম দাস জানিয়েছেন, বিভিন্ন সমস্যার সম্মুখূীন হতে হয়েছিল তাঁর মেয়েকে। যদিও সব বাধা পেরিয়ে জয় ছিনিয়ে এনেছেন সায়নী। অর্থনৈতিক বাধার পাশাপাশি রাজনৈতিকভাবেও সায়নীকে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাঁর।
এদিকে উত্তর প্রণালী জয়ের আগেই আর জি কর কাণ্ড নিয়ে মুখ খোলেন সায়নী দাস। জানিয়েছিলেন, পুরো ঘটনার জন্য তিনি মানসিকভাবে বিপর্যস্ত। মহিলা ক্রীড়াবিদ হিসেবে মূল দোষীর কঠোর শাস্তির দাবি করেন তিনি।
ব্রিটিশ সময় ৩০ অগাস্ট অর্থাৎ শুক্রবার সকাল ৮টা নাগাদ তিনি সাঁতার শুরু করেন। এবং রাত ৯টার কিছু পর তিনি উত্তর প্রণালী জয় করেন। জানা গিয়েছে, সেই সময় জলের তাপমাত্রা ছিল ১০.৫ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। তবে সেখানে বিষাক্ত জেলিফিসের জন্য সতর্কতা জারি করা থাকে।
পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা সায়নী। এর আগে ২০১৭ সালে ইংল্যান্ড থেকে ফ্রান্স পর্যন্ত ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। মোট ৩৩.৫কিমি অতিক্রম করেন তিনি। এরপর ২০১৮ সালের পশ্চিম অস্ট্রেলিয়ায় রটনেস্ট চ্যানেল সম্পন্ন করেন।