📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বুধবার থেকে দিল্লিতে রয়েছেন রাজ্যপাল। শনিবারই দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠকও করেন। এরপরই বাংলার আর্থিক অবস্থা নিয়ে টুইটার হ্যান্ডেলে রাজ্যপাল লিখেছেন, ‘আর্থিক ভাঙনের মুখে পশ্চিমবঙ্গ’। কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বাংলায় যথাযথ খরচ হচ্ছে কিনা তা দেখার জন্য নির্দিষ্ট সময় অন্তর নজরদারির প্রস্তাবও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দিয়েছে রাজ্যপাল। একই সঙ্গে অবিলম্বে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে শ্বেতপত্র প্রকাশের জন্যও দাবি জানিয়েছেন বোস। যা নিয়ে শাসক শিবিরের বক্তব্য, রাজ্যপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেদিক থেকে ঘটনার নজর ঘোরাতেই এসব মিথ্যে কথা বলছেন উনি।