মাদক বিরোধী সচেতনতামূলক পদযাত্রা আয়োজনে কলকাতা পুলিশ,অংশগ্রহণে চারুচন্দ্র কলেজের এন.এস.এস বিভাগের ছাত্রছাত্রীরা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আজ ২৬ শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। সপ্তাহজুড়ে কলকাতা পুলিশের বিভিন্ন শাখার তরফ থেকে শহরজুড়ে পালন করেছে ‘অ্যান্টি ড্রাগ সপ্তাহ’ । শহর থেকে শহরতলি পর্যন্ত আয়োজন হয় বিভিন্ন সচেতনতা মূলক অনুষ্ঠানের। অনুষ্ঠানগুলোয় উপস্থিত ছিলেন বিভিন্ন জগতের তারকা সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, অ্যাডিশনাল অফিসার ইনচার্জ এবং পুলিশ কর্মীরা । বিশাল সংখ্যায় সাধারণ মানুষের উপস্থিতিও চোখে পড়েছে।

তেমনই কলকাতা পুলিশের ইস্টার্ন সাবারবান ডিভিশনেও আয়োজন করা হয়েছিল একটি সচেতনামূলক পদযাত্রার। কলকাতা পুলিশের সাতটি থানার পুলিশকর্তা, ওসি এবং অ্যাডিশনাল ওসির উপস্থিতিতে হয় এই র‍্যালি। বেলেঘাটা থানার ওসি প্রসেনজিৎ পোদ্দারের আমন্ত্রণে এই পদযাত্রায় উপস্থিত হয়েছিল চারুচন্দ্র কলেজের জাতীয় সেবা প্রকল্প বিভাগের ছাত্র ছাত্রীরা। উপস্থিত ছিলেন ফুটবলার অলক দাস, ছিলেন চারুচন্দ্র কলেজের এন.এস.এস এর প্রোগ্রাম অফিসার ও বিশিষ্ট সমাজকর্মী অধ্যাপিকা নূপুর রায়। কলকাতা পুলিশের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যই আয়োজন করা হয়েছিল এই র‍্যালির। ইস্টার্ন সাবারবন ডিভিশনের ডেপুটি কমিশনারের অফিস থেকে শুরু হয় সিআইটি রোডে গিয়ে শেষ হয় এই অ্যান্টি ড্রাগ সচেতনতামূলক পদযাত্রা।