বিরাট -এর ‘ বিরাট’ কৃর্তী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আন্তর্জাতিক ক্রিকেট আরও একটি মাইলফলক স্পর্শ করে ফেললেন বিরাট কোহলি। শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ২৮ বলে ৩৭ রানের ইনিংস খেলে গড়লেন নতুন কীর্তি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে ৩০০০ রান পূর্ণ করলেন কোহলি।

কোহলির নতুন রেকর্ড এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলেে বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসাবে ৩০০০ রান পূর্ণ করার কৃতিত্ব অর্জন করলেন কোহলি। ৫০ – ২০ ওভারের বিশ্বকাপ মিলিয়েই এই নজির গড়লেন।শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপে রান সংগ্রহের ক্ষেত্রে কোহলিই শীর্ষে রয়েছেন। ৩২টি ম্যাচ খেলে করেছেন ১২০৭ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির গড় ৬৩.৫২। স্ট্রাইক রেট ১২৯.৭৮। ১৪টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৪ এবং ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছিলেন কোহলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *