📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দুর্যোগের বৃষ্টি শুরু কলকাতায়। আলিপুরের দাবি, সাগরে আরও ঘণীভূত হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। এবার এই ঝড়ের নাম দিয়েছে ওমান। যার অর্থ বালি। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পূর্বের দিকে তা এগিয়ে যাবে। ফলে শুক্রবার সব মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে।
আলিপুর জানিয়েছেন, এদিন দুপুর থেকে কলকাতায় বৃষ্টি শুরু হয়। তার দাপটে জলমগ্ন হয় শহরের বেশ কিছু অঞ্চল। এদিকে এদিনই ঘূর্ণিঝড় কী ভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন। কারণ, শনিবার ভোট রয়েছে বাংলার উপকূলের দুই জেলায়।
শনি ও রবিবার ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে উপকূলে। শনিবার থেকে ভারি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলের দুই জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির খবর পাওয়া গিয়েছে উত্তরবঙ্গ থেকেও।