📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আদালতে আত্মসমর্পণ করলেন কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা । জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হন লালা । সেখানেই তিনি আত্মসমর্পণ করেন বলে সিবিআই সূত্রে খবর ।
কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে সিবিআইয়ের শীর্ষ তালিকায় নাম রয়েছে লালার । কিন্তু সর্বোচ্চ আদালতের রক্ষাকবচ থাকায় তাঁকে গ্রেফতার করা যায়নি । একাধিকবার লালার বাড়ি, অফিসে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । একাধিকবার তাঁকে তলব করা হয়েছে । তবে, সেই বেশিরভাগ তলবই তিনি এড়িয়ে গিয়েছেন বলে খবর । এদিকে, কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত । আগামী ২১ মে চার্জশিট পেশ করার কথা সিবিআইয়ের । তার আগেই আদালতে আত্মসমর্পণ করলেন লালা ।
২০১৭ সালের ১৫ জুলাই মেজিয়া থানায় কয়লা পাচার কাণ্ডে অনুপ মাজি ওরফে লালার বিরুদ্ধে মামলা দায়ের হয় । তারপর থেকেই মামলার তদন্তে সিবিআই । কয়লা পাচার মামলায় লালার ঘনিষ্ঠ বলে পরিচিত গুরুপদ মাজি-সহ চার জন গ্রেফতার করেছে সিবিআই । যদিও, মামলায় তিন জন জামিন পেয়েছেন । তবে, এখনও তিহাড়েই রয়েছেন গুরুপদ ।

